2
2
38
38
3
3
4
4
26
26
33
33
previous arrow
next arrow

Update Notice

VISITORS

000244
Views Today : 35
Total views : 852

বিদ্যালয়ের ইতিহাস

বিদ্যালয়ের ইতিহাস,
১৯৮৬ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্থাপিত করা হয়। বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেন তৎকালীন দিঘিনালা নির্বাহী-কর্মকর্তা জনাব এস.বি.আই.এম. সফিউদ্দৌল্লা। প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত লাল সিং কার্বারী,প্রধান শিক্ষক জনাব- সুগত প্রিয় চাকমা, জমিদাতা প্রয়াত- মৃণাল কান্তি চাকমা। বিদ্যালয়টি খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলাস্থ হেডম্যান পাড়া গ্রামে দিঘিনালা সদর হতে ৪ কিঃ মিঃ উত্তরে দিঘিনালা বাবুছড়া রাস্তার পাশে পাহাড়ী মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৭ সালে নিম্ন মাধ্যমিক স্বীকৃতি লাভ করে। তার পর ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক স্তরে একাডেমিক স্বীকৃতি লাভ করে এম. পি. ও. ভুক্ত হয়। এরপর ২০১০ সালে নবম শ্রেণি চালু করা হয়। তার পরবর্তী ২০১০ সালে মাধ্যমিকে পাঠদান স্বীকৃতি লাভ করার পর নিজ বিদ্যালয় হতে ২০১২ সালে এস. এস.সি.  পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৩ জন কৃতকার্য হয়। পাশের হার ছিল ৫৯%। বিদ্যালয়ে বর্তমানে দুটি বিভাগ চালু রয়েছে মানবিক ও বিজ্ঞান। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জনের অধিক। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করি।

সভাপতির বাণী
সভাপতির বাণী,

২৯ বছরের পুরাতন বানছড়া উচ্চ বিদ্যালয় আর্দশ নিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আর্দশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ,দেশ ও সর্বেোপরি গণমানুষের কল্যানে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস “তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো কোনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ডোমেইন ওয়েবসাইট । এই ওয়েবসাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরনের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবারমান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সুধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণকে বানছড়া উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী,
শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আচরণের ইতিবাচক পরিবর্তন সাধন করা বা শিক্ষার্থী মধ্যে কাঙ্খিত ও বাঞ্চিত আচরণিক পরিবর্তন আনয়ন করা যার মাধ্যমে পরিবার,সমাজ,দেশ ও জাতি উপকৃত হয়। শিক্ষাদান প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে অশিক্ষার অন্ধকার দূর করে সমাজে আলোকিত মানুষ তৈরী করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি খুবই আনন্দিতে যে, আমাদের প্রতিষ্ঠানে একটি ডায়নামিক ওয়েবসাইট চালু আছে। এটা হলো প্রযুক্তিগত উন্নয়নের যুগ। এই যান্ত্রিক সভ্যতায় আমার মনে হয় একটি দিনও আমরা বিজ্ঞানের সাহায্য ছাড়া চলতে পারি না। তাই সময়ের দাবী মেটাতে ডায়নামিক ওয়েবসাইটের কোন বিকল্প নেই। ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক বিষয়াবলীর হালনাগাদ তথ্য জানতে পারছি। এ ওয়েবসাইটে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সকলের বিস্তারিত তথ্য আছে। বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকান্ড বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞপ্তি ও তাদের পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়ে তথ্য প্রকাশিত হয়ে থাকে। দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এবং সর্বোপরি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এ দৃষ্টিকোণকে আমরা স্বাগত জানাই এবং একাত্বতা ঘোষণা করে প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়েই আমরাও আমাদের প্রতিষ্ঠানটিকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে চাই। আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের পক্ষে অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজ সেবক, ছাত্র-অভিভাবক ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতার হাত প্রসারিত করার আকুল মিনতি জ্ঞাপন করছি। 

Co-curricular Activities

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, elit. Ut elit tellus, luctus nec mattis, pulvinar dapibus leo. Nullam in lacus id lacus dictum accumsan nec id lectus. Nam eget condimm tortor. Cras eleifend viverra nibh, friilla mi port titorid. 

Cultural Activities

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, elit. Ut elit tellus, luctus nec mattis, pulvinar dapibus leo. Nullam in lacus id lacus dictum accumsan nec id lectus. Nam eget condimm tortor. Cras eleifend viverra nibh, friilla mi port titorid. 

Gallery

.

.

All Rights Reserved: Banchara High School || Design & Developed By: ©Ribang IT 2023-2025