বিদ্যালয়ের ইতিহাস,
১৯৮৬ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্থাপিত করা হয়। বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেন তৎকালীন দিঘিনালা নির্বাহী-কর্মকর্তা জনাব এস.বি.আই.এম. সফিউদ্দৌল্লা। প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত লাল সিং কার্বারী,প্রধান শিক্ষক জনাব- সুগত প্রিয় চাকমা, জমিদাতা প্রয়াত- মৃণাল কান্তি চাকমা। বিদ্যালয়টি খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলাস্থ হেডম্যান পাড়া গ্রামে দিঘিনালা সদর হতে ৪ কিঃ মিঃ উত্তরে দিঘিনালা বাবুছড়া রাস্তার পাশে পাহাড়ী মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৭ সালে নিম্ন মাধ্যমিক স্বীকৃতি লাভ করে। তার পর ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক স্তরে একাডেমিক স্বীকৃতি লাভ করে এম. পি. ও. ভুক্ত হয়। এরপর ২০১০ সালে নবম শ্রেণি চালু করা হয়। তার পরবর্তী ২০১০ সালে মাধ্যমিকে পাঠদান স্বীকৃতি লাভ করার পর নিজ বিদ্যালয় হতে ২০১২ সালে এস. এস.সি. পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৩ জন কৃতকার্য হয়। পাশের হার ছিল ৫৯%। বিদ্যালয়ে বর্তমানে দুটি বিভাগ চালু রয়েছে মানবিক ও বিজ্ঞান। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জনের অধিক। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করি।
