সভাপতির বাণী

২৯ বছরের পুরাতন বানছড়া উচ্চ বিদ্যালয় আর্দশ নিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আর্দশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ,দেশ ও সর্বেোপরি গণমানুষের কল্যানে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস “তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো কোনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ডোমেইন ওয়েবসাইট । এই ওয়েবসাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরনের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবারমান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সুধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণকে বানছড়া উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

.

.

All Rights Reserved: Banchara High School || Design & Developed By: ©Ribang IT 2023-2025